Monday, July 21, 2014

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ সপ্তাহ ব্যাপী কোরিয়ান আর্টস কর্মশালা

কোরিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে সংস্কৃতি এবং শিল্প ক্ষেত্রে একটি স্বপ্ন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে, কোরিয়া জাতীয় আর্টস বিশ্ববিদ্যালয় থেকে একটি ৯ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ফাইন আর্টস ছাত্রদের গ্রাফিক ডিজাইনের উপর একটি স্বল্পমেয়াদী প্রশিক্ষন দেয়ার লক্ষ্যে গত ৬ জুলাই, ২০১৪ তারিখে ঢাকায় এসেছেন। কোরিয়ান আর্টস কর্মশালাটি জুলাই ১৮, ২০১৪ তারিখে শেষ হবে। 

উক্ত আর্টস কর্মশালা পরিদর্শনকালে কোরিয়ান রাষ্ট্রদূত লি ইউন-ইয়উং বলেন এই কর্মশালা গত বছর আমরা চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি করেছিলাম তার সহযোগিতার একটি অংশ। তিনি আরও বলেন 'গত বছর আমি এই প্রকল্প থেকে কিছু মূল্যবান ফলাফল দেখেছি. আমি এই বছর এটার আরও বেশি ভাল ফলাফল দেখব বলে বিশ্বাস করি।' তিনি আরও বলেনে যে এই কর্মশালা ছাত্রদের সাথে কোরিয়ার বন্ধুত্ব স্থাপনে সহায়ক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন কোরিয়ান রাষ্ট্রদূত শুধু বাংলদেশের বন্ধু নয় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও বন্ধু। তিনি আরও বলেন তিনি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে একটি কোরিয়া কর্নার স্থাপনের জন্য কয়েক মাস আগে একটি স্মারকলিপি সই করেছেন শুধু তাই নয় কইকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটকেউ বিভিন্নভাবে সহযোগিতা করছে। ঢাবি ভিসি এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং এটা চলমান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। 

No comments:

Post a Comment